ভোক্তা আইনেও ভোক্তারা অ‌ধিকার পা‌চ্ছেন না ব‌লে মন্ত‌ব‌্য ক‌্যাব রাজশাহী শাখার – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা আইনেও ভোক্তারা অ‌ধিকার পা‌চ্ছেন না ব‌লে মন্ত‌ব‌্য ক‌্যাব রাজশাহী শাখার

বার্তা কক্ষ
মে ৭, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে জাতীয় জ্বালানি রূপান্তর নীতি ও পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ মে, ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী নগরের একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মতবিনিময় সভায় শুরুতে বিস্তারিত আলোচনা করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি বাংলাদেশের সংবিধান, বিভিন্ন আইন, বিধিমালায় জ্বালানি বিষয়ে নাগরিকদের অধিকার নিয়ে আলোকপাত করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান এই বিষয়ে পুরোপুরি নাগরিক অধিকার প্রাপ্তিতে আইনের ফাঁক রয়েছে। ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার আইনেও ভোক্তারা প্রতিকার পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন।

সভায় ক্যাব প্রস্তাবিত জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিষয়ে বক্তারা আলোচনা করেন। দ্রুত সময়ের মধ্যে ক্যাবের প্রস্তাবিত ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

বক্তারা বলেন, সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ ব্যয় করছে কিছু মানুষ, প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য। বর্তমান সরকারের ১৪ বছরে শুধু বিদ্যুৎ কেন্দ্র ভাড়া বাবদ সরকার ব্যয় করেছে ১ লাখ কোটি টাকা। এত বিপুল পরিমাণ ব্যয়ের পরও গ্রামাঞ্চলে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সরকারকে এ জন্য বিকল্প চিন্তা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি হবে টেকসই। এ জন্য মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জ্বালানি বৈষম্য দূর করতে হবে।

ক্যাব রাজশাহী জেলার সভাপতি কাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, ক্যাবের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়
এতে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন ক্যাবের উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, ক্যাবের উপদেষ্টা এড. মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী ক্যাবের সিনিয়র সহ-সভাপতি নাসরিন লুবনা, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের সভাপতি মিজানুর রহমান, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, সাংবাদিক রাশেদ রিপন, সুজন রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
সভাটি কডিনেট করেন মারুফা আকতার কলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।