ক‌বিতা : ও‌ঠো জা‌গো – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

ক‌বিতা : ও‌ঠো জা‌গো

বার্তা কক্ষ
এপ্রিল ১, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

# আ‌রিফ হো‌সেন নি‌শির

এক‌ দিন ঝড় থেমে যাবে
পৃ‌থিবী আবার শান্ত হ‌বে ।
হয় তো এই দেখা শেষ দেখা হ‌বে
এই গান শেষ গান হ‌তেও পা‌রে ।

বিপন্ন মানবতা পৃ‌থিব‌ী জুড়ে,
বস‌তি আবার উঠ‌বে জে‌গে ।
সোনার মানুষ গু‌লো
ও‌ঠো জা‌গো
ও‌ঠো জা‌গো ।।

সা‌ম্যের পৃ‌থিবী গড়‌তে
আবার লাঙ্গল হ‌বে ধর‌তে !
জীর্ন সব কিছু দাও ফে‌লে
যাও সব অতীত ভু‌লে!

আবার এ‌সো ও‌ঠো জা‌গো
ওঠো ও‌ঠো জা‌গো জা‌গো ।

কি হ‌বে ডে‌কে ডে‌কে
লা‌শের মি‌ছিল থেকে,
উদভ্রা‌ন্তের ম‌তো
উঠ‌বে না কেউ জে‌গে ।
বেচেঁ থাকা যত দিন
স্বপ্ন বাঁচুক তত দিন ।
গ্রাম নগ‌রের ভ‌ীড় ঠে‌লে
সভ‌্যতাকে আবার ধর তু‌লে ।।
ধ‌র তু‌লে ধর তু‌লে ধর তুলে ।।।

ও‌ঠো ও‌ঠো জা‌গো জা‌গো ।
আবার আবার জা‌গো ।
বাংলা‌দেশ আমার
সোনার বাংলা‌দেশ ।
জে‌গে আ‌ছে জে‌গে থা‌কবে
১৬ কো‌টি সোনার মানুষ
৩২ কো‌টি হাত।
পৃ‌থিবীর অন‌্য
মানুষের সা‌থে আমা‌দের
এখা‌নেই তফাত ।
জে‌গে ওঠা তোমা‌দের
সা‌থে আ‌ছে সম্প্রী‌তির
আগামীর বাংলা‌দেশ।
আ‌ছে পরশ পাথর
পরশ পাথর।।
# গ‌ী‌তিকাব‌্য লেখা
১লা এ‌প্রিল ২০২০
এ‌বি‌সি বাংলা টি‌ভি
মিরপর স্টু‌ডিও ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।