লেডি মেহেরবাঈ টাটা’র ২৪৫ ক্যারাটের হীরা – দৈনিক মুক্ত বাংলা
ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

লেডি মেহেরবাঈ টাটা’র ২৪৫ ক্যারাটের হীরা

বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভাস্কর সরকার ::

ছবিটি ” লেডি মেহেরবাঈ টাটা ”

তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।

এটির আকারে কোহিনূর হীরার দ্বিগুণ ।

এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ০১.০১. ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন তারিখ ও সালকে কেন্দ্র করে ।

লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন । ৩৬ বছর বয়সে

তিনি শাড়ী পরতে ভালোবাসতেন । তাই সবসময় শাড়ীই পরতেন ।

তিনি ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান

এরপর তার স্বামী ডোরাবজী টাটা তাঁর সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন এবং সেই তহবিল থেকেই ” টাটা ক্যান্সার হসপিটাল ” এর সৃষ্টি হয় ।

হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।

নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং এই টাটা ক্যান্সার হাসপাতাল দেখে তার একটি বিখ্যাত ” দু:সাহসিক কাজ ” উপন্যাসে বলেছেন –

” মেয়েরা বোকা দেখেই তাঁরা পুরুষের সমান অধিকার দাবি করে ।

কারন মেয়েরা জানে না , তাঁরা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর ।

মেয়েদের আপনি যাই দেন না কেন , সে সেটাকে আরও উচ্চতর কিছু বানিয়ে দিবে ।

আপনি মেয়েদের শুক্রাণু দিবেন , সে আপনাকে সন্তান দিবে ।

আপনি তাকে একটা ঘর দিবেন , সে সেটাকে বাড়ি বানিয়ে ফেলবে ।

আপনি তাকে বাজার দিবেন , সে আপনাকে রান্না করে খাবার বানিয়ে দিবে ।

আপনি তাকে হাসি দিবেন, সে আপনাকে হৃদয় দিয়ে দিবে ।

আপনি যাই দিবেন সে তাই কয়েক গুন মহৎ করে ফেরত দিবে ।

আর আপনি যদি তাকে যন্ত্রণা দেন , তবে রেডি থাকুন , সে আপনার জীবন জাহান্নাম বানিয়ে দিবে ”

শুভ সকাল
” ভালো থাকুন সবাইকে নিয়ে ”

# তথ‌্য সংগ্রহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।