রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জের ক্যাডার বাহিনী সাংবাদিকের উপর হামলা কর‌লো – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জের ক্যাডার বাহিনী সাংবাদিকের উপর হামলা কর‌লো

সম্পাদক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

সাংবা‌দিক‌দের ওপর হামলা কর‌লো বিমান বন্দর রেল‌ষ্টেশ‌নের নিরাপত্তা বাহিনীর ইনচার্জের ক্যাডার বাহিনী। সাংবাদিকের উপর হামলার ঘটনা‌টি ঘ‌টে ২০ ফেব্রুয়া‌রি ২০২৪ রাত আনুমানিক নয়টার সময়।  রাজধানী বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দৈনিক মুক্ত বাংলা স্টাফ রিপোর্টার মোঃ রাশেদুল ইসলাম (রনি) তার ফেসবুক টাইমলাইনে রেললাইনের উপর দোকান বসিয়েছে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে এবং ভিডিওতে রেলওয়ে নিরাপত্তা বা‌হিনীর দৃষ্টি আকর্ষণ করে। এর প্রেক্ষিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সিরাজুল ইসলামের ক্যাডার বাহিনীর ৮.৫৬ মিনিটে ইমন নামক একজন সাংবাদিক এর নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। উত্তর ইমন জা‌নি‌য়ে দেয় বিমানবন্দর রেল-স্টেশনে টিকেট কাউন্টারে মেন গেটে র‌য়ে‌ছেন মুক্ত বাংলার সাংবা‌দিক রনি। লোকেশনে পেয়ে সিরাজুল ইসলামের ক্যাডার বাহিনী সেখানে উপস্থিত হয়। র‌নির ওপর চড়াও হয় এবং এলোপাথারী মারধর করে। তা‌কে  ক‌্যাডার বা‌হিনীর কয়েকজন মিলে ওই রেলগেটে নিয়ে যায়। সেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সিরাজুল ইসলাম স্টেশনের প্ল্যাটফর্মের এক কর্নারে দাঁড়িয়ে ছি‌লেন। ইতিপূর্বে ওই ক্যাডার বাহিনী মোঃ কামাল হোসেন দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার স্টাফ রিপোর্টারকে জিমি করে মুক্তিপণ দাবি করে ওই ঘটনাই পূর্ব থানায় একটি অভিযোগ বা জি‌ডি দা‌য়ের করা হয়েছিল। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় গনমাধ‌্যম নেতৃবৃন্দ। একই সা‌থে এই ক্যাডার বাহিনীকে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।