মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে নজর রেখে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে নজর রেখে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্তা কক্ষ
এপ্রিল ১৭, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::

মধ্যপ্রাচের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চলমান যুদ্ধাবস্থা ও সংকট দীর্ঘমেয়াদি হলে সে আলোকে করণীয় ঠিক করার কথাও বলেছেন সরকারপ্রধান। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ইরান-ইসরায়েল সংকট নিয়ে কোনো আলোচনা হলো কিনা বা প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘‌প্রধানমন্ত্রী প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেটির দিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এ ঘটনার পর এবং এতে সম্ভাব্য রিঅ্যাকশন কী হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছেন। সেটি কীভাবে আমরা মোকাবেলা করব, কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কী করতে পারি, সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‌তিনি বলেছেন ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে। যদি দীর্ঘমেয়াদি হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বা বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিস্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে সেটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা নেন এবং প্রস্তুতি নেন। যার যার সেক্টরে যেন এ বিষয়ে প্রস্তুতি নেয়া হয় সে নির্দেশনা দিয়েছেন।’

অর্থনীতির ওপর প্রভাব বা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘‌প্রথমত, আলোচনা হয়নি। অর্থনীতি বা তেলের দাম এ রকম না। তিনি বলেছেন প্রত্যেককে এক্সারসাইজ করতে। তিনিও এক্সারসাইজ করছেন। সবাইকে বলেছেন। যখনই পরিবর্তন বা চ্যালেঞ্জ দেখব তখনই যেন অ্যাকশন…। আমরা যেন রিঅ্যাকটিভ না; আমরা যেন প্রোঅ্যাকটিভ হই। সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।’

ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‌যা যা করণীয় প্রস্তুতি নিতে বলেছেন। হয়তো জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন তার প্রভাব কী, কী করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন।’

মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কেবিনেট মিটিংয়ে অনুমোদিত সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে চেয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে, যা এখনো আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি আইন রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে মন্ত্রিপরিষদকে অবহিত করা হলে কেন বাস্তবায়নাধীন রয়েছে, এখনো কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা বিস্তারিত আকারে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘যেসব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরও সংসদে উপস্থাপনের জন্য পাঠানো সম্ভব হয়নি—কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তাও জানাতে বলেছেন। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল করতে হলেও যেন তা মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মহেশখালীর সমন্বিত উন্নয়নে গঠন হচ্ছে কর্তৃপক্ষ: কক্সবাজারের মহেশখালী উপজেলা ও মাতারবাড়ীতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে চায় সরকার। সেজন্য আইন প্রণয়ন করা হচ্ছে। ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘মহেশখালীর মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর করেন। তখন উভয় দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ ঘোষণা দিয়েছিলেন। তার আওতায় জাপান সরকার মাতারবাড়ীতে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে। সেটিকে ভিত্তি করে মাতারবাড়ীতে অর্থনৈতিক জোন তৈরি করা, যেখানে ডিপ-সি ফ্যাসিলিটি থেকে শুরু করে উন্নয়নের বেসিক কিছু অবকাঠামো নির্মাণ এবং সামগ্রিক কিছু এরিয়াকে চিহ্নিত করে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগ নেয়া হয়েছে।’

মাতারবাড়ীর বর্তমান কার্যক্রম নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বেশকিছু কার্যক্রম নেয়া হয়েছে। পুরো কাজগুলো এখন আলাদা মন্ত্রণালয় থেকে করছে। সমন্বিতভাবে এসব কাজ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আইনের আওতায় একটি গভর্নিং বোর্ড থাকবে। এ বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। এছাড়া অর্থমন্ত্রীসহ ১৭ সদস্য থাকবেন। এর বাইরে একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন, যার মাধ্যমে মূলত এ গভর্নিং বোর্ডের কার্যক্রম পরিচালিত হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মূল অফিস হবে কক্সবাজার এলাকায়। তবে ঢাকায় লিয়াজোঁ অফিস থাকতে পারবে।’

মাহবুব হোসেন আরো জানান, এখন পর্যন্ত ওই এলাকার ৫৫ হাজার ৯৬৮ একর জমি নিয়ে এ কর্তৃপক্ষ থাকবে। তবে এসব কাজের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ওই এলাকায় চিনি, লবণ ও পান চাষেও উৎপাদন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের মূল কাজ হবে নির্ধারিত এলাকায় ভূমি ব্যবহারের মাস্টারপ্ল্যান করে তা বাস্তবায়ন করা। যাদের ভূমি দেয়া হবে তারা যেন যথাযথভাবে কাজ করে। মূল লক্ষ্য হবে বিদেশী বিনিয়োগ আকর্ষণ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।